
দীর্ঘ প্রতীক্ষার পর গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় বিশেষ লেনে বাস সেবা চালু হতে যাচ্ছে। বিজয় দিবস উপলক্ষে বিআরটিসির ১০টি শীতাতপনিয়ন্ত্রিত বাস দিয়ে এই সেবা শুরু হবে আগামীকাল।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গাজীপুরের শিববাড়ী থেকে বাস চলাচলের উদ্বোধন করবেন। বিআরটিসির এসি বাসগুলো শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার পথে চলবে। শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ১৪০ টাকা।
বিআরটি প্রকল্পটি ২০১১ সালে শুরু হলেও এক যুগ পেরিয়ে তা চালু হচ্ছে। প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৩৯৮ কোটি টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা। তবে সড়ক বিভাজক, স্টেশন এবং পদচারী সেতুর কাজ এখনো অসমাপ্ত।
এদিকে, একই দিনে জয়দেবপুর থেকে ঢাকার মধ্যে চার জোড়া কমিউটার ট্রেন চালু করার ঘোষণাও দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সড়কের ওপর চাপ কমাতে সরকার ঢাকার আশপাশের এলাকাগুলোতে ট্রেন সেবা বাড়ানোর পরিকল্পনা করছে।
প্রকল্পের বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও দুর্ঘটনার কারণে বিআরটি নিয়ে প্রশ্ন উঠলেও সরকারের লক্ষ্য দ্রুত যাত্রী সেবা চালু রেখে বাকি কাজ শেষ করা।
আরও পড়ুন: