
গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে। এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। পাঁচ সদস্যের কমিশন, অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে জানানো হয়, ১,৬৭৬টি গুমের অভিযোগের মধ্যে ৭৫৮টি যাচাই করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
গুমের শিকারদের সুরক্ষা ও র্যাব বিলুপ্তির সুপারিশ করা প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে সেগুলো শনাক্ত করা কঠিন।
প্রধান উপদেষ্টা রিপোর্টের জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মার্চে পরবর্তী অন্তর্বর্তী প্রতিবেদন দেওয়ার পরিকল্পনা জানিয়েছে কমিশন।
আরও পড়ুন: