বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৪ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

জানুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদন পেলেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ১৬:৪৭

আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২৪ ২০:১৬

শেয়ার

জানুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদন পেলেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: নাহিদ ইসলাম
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

শুক্রবার একটি বেসরকারি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

পরিবর্তন আনতে সরকার কিছু রূপরেখা তৈরি করেছে জানিয়ে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, একই ব্যবস্থাপনা আর কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে এতো মানুষের জীবন দেয়ার কোনো অর্থ হয় না। উদ্যোগ নিচ্ছি যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে।

নির্বাচন কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে। একটি বড় প্রজন্ম ভোট দিতে পারেনি। তিনি নিজেও ভোট বঞ্চিত আছেন। তাই নির্বাচন নিয়ে আগ্রহ নিয়ে কাজ করছেন।

নির্বাচনের ঘোষণা নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট জানুয়ারিতে পাওয়ার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার।

banner close
banner close