বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৮৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ১২:২৯

শেয়ার

লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৮৫ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটের মাধ্যমে শুক্রবার সকাল ৭টা ২১ মিনিটে তারা দেশে পৌঁছান।

এ পর্যন্ত ১৬টি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ৪৮ বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ৮৫ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

দেশে ফিরে আসা অসহায় এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত একজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসন ব্যয় বহন করছে সরকার। আর যারা থাকতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।



banner close
banner close