রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২১ জিলক্বদ, ১৪৪৬

নারীদের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩৯

শেয়ার

নারীদের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

দেশ গড়ার কাজে সরকারের পাশাপাশি নারীদেরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের সঙ্গে মত বিনিময়কালে এ আহ্বান জানান সরকার প্রধান

এ সময় ড. ইউনূস নারীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে উৎসাহ দেন। এ ছাড়া, নারীদের আশা, আকাঙ্ক্ষা ও নানা দাবির কথা শোনেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশ গড়ার পুরো দায়িত্ব সরকারের হাতে ছেড়ে দেয়া যাবে না। বর্তমান প্রজন্ম একটি শক্তিশালী প্রজন্ম। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উজ্জল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে হবে।’

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

banner close
banner close