বুধবার

৭ মে, ২০২৫
২৪ বৈশাখ, ১৪৩২
৯ জিলক্বদ, ১৪৪৬

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না: জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:৩৮

শেয়ার

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না: জাহাঙ্গীর আলম চৌধুরী
জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

অবৈধ বিদেশিদের বিষয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। তবে বাংলাদেশে কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি উপদেষ্টা।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

banner close
banner close