বুধবার

৭ মে, ২০২৫
২৪ বৈশাখ, ১৪৩২
৯ জিলক্বদ, ১৪৪৬

একটি উন্নত বাংলাদেশের প্রত্যাশায় আছি আমরা: পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪ ১০:০১

শেয়ার

একটি উন্নত বাংলাদেশের প্রত্যাশায় আছি আমরা: পররাষ্ট্র সচিব
মো. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের জন্য আরও ভালো আশা, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা আগামী বছরের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, ‘আসুন আমরা বাংলাদেশের জন্য আরও ভালো, আরও উন্নত রূপান্তরের জন্য কঠোর পরিশ্রম করি, তাহলে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (এফওএসএ) ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব।

মো. জসিম উদ্দিন বলেন, ‘এ বছর বাংলাদেশ অনেক ত্যাগ ও রক্তপাত দেখেছে। আমরা অনেক তরুণ প্রাণ হারিয়েছি যারা এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু তাদের বীরত্বকে আমরা স্মরণ করি এবং উপলব্ধি করি। আসুন আমরা তাদের এ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে কাজ করি।’

বৈশ্বিক বিষয়াবলী সম্পর্কে তিনি বলেন, ‘সারা বিশ্বে গোলযোগ ও বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংস, অযৌক্তিকতা ও উন্মাদনা, অন্যায় ও অবিচার রয়েছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘আসন্ন বছরে আমরা অলৌকিক কিছু দেখার আশা করতে পারি না। কিন্তু আমাদের একটি অংশ হতাশা এবং ধ্বংস দেখার আশা করে। সুতরাং আমরা আশা করি বিশ্বের একটি ভালো রূপ আমরা দেখতে পাব। এর জন্য আমাদের কাজ করা দরকার।’

banner close
banner close