
ভারত বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার করছে, ভয় দেখাচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, ভারতকে বাংলাদেশ ভয় পায় না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণ-আকাঙ্খা মঞ্চের উদ্যোগে আয়োজিত গণ-আকাঙ্খা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন উপদেষ্টা।
এ সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশে উপদেষ্টা বলেন, দ্বায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসেন। ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে আসার দরকার নেই।
যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে জানিয়েয়ে ফরিদা আখতার বলেন, এই দেশের মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে।
পণ্য আমদানি করে নয়, পণ্যের উৎপাদন বাড়ানোর তগিদ দিয়ে উপদেষ্টা বলেন, কৃষিকে আরও সম্প্রসারিত করা হবে।
আরও পড়ুন: