
যশোর শহর ঘুরে দেখলেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শুক্রবার রাত ৮টার দিকে যশোরের দড়াটানা, ধর্মতলা এলাকাসহ কয়েকটি স্থান ঘুরে জনতার সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। এ সময় স্থানীয় সব খাবারও খান তিনি।
জেলা প্রশাসন ও সরেজমিনে ঘুরে জানা গেছে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শুক্রবার সকালে যশোরে আসেন। এরপর তিনি বেনাপোল বন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এদিন বিকেলে তিনি যশোর সার্কিট হাউজে উঠেন।
বিশ্রাম শেষে তিনি রাতে যশোর শহর ঘুরার উদ্দেশ্য বের হন। প্রথমে তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয় ও কালেক্টরেট ভবন এবং পার্ক ঘুরে দেখেন। এরপর তিনি কালেক্টরেট ভবনের সামনের সড়কে অবস্থিত কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পরিচালনায় একটি অস্থায়ী ফুড কোর্টে আসেন। সেখানে শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। এর পর আইডিয়ার ফুড কার্ডের ভ্যানে সাজানো দেশীয় সব পিঠার স্বাদ গ্রহন করেন তিনি।
তিনি বলেন, ‘এই শহর অনেক পুরোনো। অনেক স্মৃতি আমার। অনেক সড়ক এবং স্থাপনা আছে যা এখনো স্মৃতিমন্থর করি। সময়ের সাথে এই শহরের পরিবর্তন ঘটেছে।’
সুপরিকল্পিতভাবে যশোর শহরকে সুন্দর করতে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
এদিকে, বিশেষ কোনো প্রটোকল ছাড়াই সাধারণ বেশে শহর ঘুরে বেড়ানো এবং জনসাধারণের সঙ্গে মিশে খাবার খাওয়ার বিষয়টির প্রশংসা করেছেন যশোরবাসী।
যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ উপদেষ্টা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে যশোরে অবস্থান করে রোববার ঢাকায় ফিরবেন তিনি।
আরও পড়ুন: