
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।
এবারই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে আলোচনায় বসতে যাচ্ছে। ইউরোপের ২০ দেশের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে এবং ৭ রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করছেন। অপরজন ঢাকায় ইইউ মিশনের প্রধান।
মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউর মধ্যকার সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।’
আরও পড়ুন: