
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘বাহিনীর কোনো সদস্যের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২১ নভেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাহারুল আলম বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। পুলিশ সদর দফতরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয়। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহিদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।’
পুলিশর মনোবল ফেরানো প্রসঙ্গে আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। এ জন্য জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
আগামী নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশ প্রস্তুত কিনা, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমি এতটুকু ব্ল্যাঙ্ক চেক দিতে পারি যে দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশি সাহায্য করার মতো পূর্ণ ক্ষমতা আমাদের আছে। এর আগে কেয়ারটেকার সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে। সেখানে দেখেছেন, আমরা পারি। সেই পুলিশের অনেকে এখনো আছেন, কিছু পরিবর্তন, কিছু নতুন এসেছেন। আমি মনে করি, পুলিশ খুব ভালোভাবে সক্ষম।’
আইজিপি আরও বলেন, ‘মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না। নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়।’
ইচ্ছাকৃতভাবে কেউ মিথ্যা মামলা দায়ের করলে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আইজিপি বাহারুল আলম
আরও পড়ুন: