মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সর্বশেষ
মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানা নিয়ে সতর্কতা বিজিএমইএর বাঁশখালীর ঐতিহ্যবাহী বৈলগাঁও চা বাগানে সাড়ে ৪ লাখ কেজি চা উৎপাদনের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ঐক্যের বার্তা, প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন বিএনপির সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ধামরাইয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা তারেক রহমানের নিরাপত্তা: উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রিজন ভ্যান আটকে অনুসারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ১৫:৩৮

শেয়ার

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রিজন ভ্যান আটকে অনুসারীদের বিক্ষোভ
চিন্ময় কৃষ্ণর প্রিজন ভ্যান আটকে অনুসারীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না’মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালত ভবনের সামনে এ বিক্ষোভে তাদের সঙ্গে শামিল হয়েছে আইনজীবীরাও। তবে আদালতের নিরাপত্তায় সকাল থেকে পুলিশ-বিজিবি মোতায়েন করা হলেও তাদের তেমন তৎপরতা দেখা যায়নি।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী স্বরূপ কান্তি নাথ গণমাধ্যমকে বলেন, ‘হাকিম আদালতের আদেশে সংক্ষুব্ধ হয়ে আমরা মহানগর দায়রা জজ আদালতে মিস মামলা করেছি।’

এদিকে সোয়া ১২টার দিকে চিন্ময় ব্রহ্মচারীকে পুলিশ-বিজিবি-এপিবিএন সদস্যদের পাহারায় আদালত ভবন থেকে নামিয়ে নিচে রাখা প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চিন্ময় কৃষ্ণ দাস।

তিনি বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করেছি। আমরা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নই। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের আশা দেখা দিয়েছে- আমরা সনাতনীরা তার অংশ। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’



banner close
banner close