সোমবার

৫ মে, ২০২৫
২২ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

আজিমপুর থেকে ছিনিয়ে নেয়া শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪

আপডেট: ১৬ নভেম্বর, ২০২৪ ১০:৩৬

শেয়ার

আজিমপুর থেকে ছিনিয়ে নেয়া শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার
উদ্ধার হওয়া শিশু কন্যা। ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুরে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।

এর আগে, শুক্রবার ওই শিশুকে আজিমপুরের একটি বাসা থেকে ছিনিয়ে নিয়ে যায় একই বাসার সাবলেটে থাকা নারী ভাড়াটিয়া। বহিরাগত কয়েকজনকে নিয়ে এ ঘটনা ঘটান তিনি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসার সাবলেট থাকা নারীর সঙ্গে বিবাদে জড়ান ফারজানা। এরপর ওই নারী বহিরাগত দুইজন পুরুষ ব্যক্তিকে নিয়ে এসে ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে যান। সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও ছিনিয়ে নেয়।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

banner close
banner close