
খোদাবক্স চৌধুরী। ছবি: সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদাবক্স চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামের সন্তান মোহাম্মদ খোদাবক্স চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে পুলিশের মহাপরিদর্শক হন। পরের বছর তিনি অবসর নেন। ২০০৮ সালের জুন থেকে পরবর্তী দুই বছর খোদাবক্স আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাবেক এই পুলিশপ্রধান।
আরও পড়ুন: