সোমবার

৫ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

টাঙ্গাইলে অপমান সহ্য করতে না পেরে স্কুল শিক্ষকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪ ১৩:২৭

শেয়ার

টাঙ্গাইলে অপমান সহ্য করতে না পেরে   স্কুল শিক্ষকের আত্মহত্যা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখিপুরে নুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আসার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে ওনার স্ত্রী নাজমা আক্তার রান্না ঘরে ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি উপজেলার দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলামের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীরা যৌন নিপিড়নের অভিযোগ তোলেন। এ নিয়ে বিগত ২ মাস পূর্বে তার বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা অনুসন্ধানে তদন্ত চলমান।

এলাকাবাসীর অনেকে বলেছেন, নুরুল ইসলামের দীর্ঘ শিক্ষকতা জীবনে বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এর আগে পাওয়া যায় নি। এজন্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও অনেকে মত প্রকাশ করেছেন।

০৫/১১/২০২৪ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার কথা ছিল।

সখিপুর থানার উপ- পরিদর্শক জনাব আব্দুল আজিজ বাংলা এডিশনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহটি টাংগাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না।

banner close
banner close