সোমবার

৫ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

ট্রাফিক সহায়ক হিসেবে নিয়োগ পাবে ৭০০ শিক্ষার্থী, ডিউটি ৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১৫:১৮

শেয়ার

ট্রাফিক সহায়ক হিসেবে নিয়োগ পাবে ৭০০ শিক্ষার্থী, ডিউটি ৪ ঘণ্টা
ছবি: সংগৃহীত

ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলন যুব উপদেষ্টা এ তথ্য জানান।

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জনকে নেওয়া হবে। শিক্ষার্থীরা পার্টটাইম হিসেবে চার ঘণ্টা করে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থীরা কাজ করবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি হয়। এই সময়ে একজন শিক্ষার্থী চার ঘণ্টা করে দায়িত্ব পালন করতে পারবেন। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয়।

উপদেষ্টা বলেন, ফুলটাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্টটাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। পড়াশোনা শেষ হলে শিক্ষার্থীদের ইচ্ছে ও সুযোগের ভিত্তিতে ট্রাফিকে নিয়োগ দেওয়া হবে তাদের। 

banner close
banner close