রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, ডিসেম্বরের আগেই আসার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ১৩:০২

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৪ ১৫:৪৮

শেয়ার

শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, ডিসেম্বরের আগেই আসার পরিকল্পনা
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্টে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আরও একটি কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। বাংলা এডিশনের কাছে আসা ওই ফোনালাপ রেকর্ডে হাসিনাকে বলতে শোনা যায়, যারা বাড়াবাড়ি করছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে সবাইকে তৈরী হওয়ার আহ্বান জানান হাসিনা।

এ সময় হাসিনাকে মাথা ঠান্ডার রাখার পরামর্শ দেন ওই নেতা। ফোনালাপে হাসিনাকে বলতে শোনা যায়, এখন ভয়ের কিছু নেই। হাসিনা বলেন, রুখে দাঁড়াতে হবে। 

দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও-পোড়াও এবং অগ্নি-সংযোগের মাধ্যমে নাশকাত করতে নেতাকর্মীদের শিখিয়ে দেন শেখ হাসিনা। এ সময় মামলা নিয়েও কথা বলেন হাসিনা। 

এবার আসতে পারলে, সব আবর্জনা শিকড়সহ উপড়ে ফেলারও হুমকি দেন পলাতক সাবেক এই প্রধানমন্ত্রী। এ ছাড়া খুব দ্রুতই দেশে আসার কথাও জানান তিনি। হাসিনা বলেন, এটি হতে পারে ডিসেম্বরেই।

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুক-

শেখ হাসিনার ফোনালাপ ফাঁ'স, ডিসেম্বরের আগেই আসার পরিকল্পনা

 

banner close
banner close