রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ১৭:৫৭

শেয়ার

হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার
প্রতীকী ছবি।

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হিযবুত তাহরীরের ওই দুই সদস্যের পরিচয় জানায়নি পুলিশ। তাদের কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটিও জানানো হয়নি।

২০০৯ সালের ২২ই অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেসনোট জারি করে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেসনোটে সংগঠনটিকে ‘শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়।



banner close
banner close