রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ০৯:৪৫

শেয়ার

গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ: আইন উপদেষ্টা
ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বৃহস্পতিবার ‘গণতন্ত্রের যাত্রা: আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ডা. জাহেদ-উর-রহমান, সাংবাদিক মনির হায়দার ও সাহেদ আলম,  রাজনৈতিক বিশ্লেষক সাঈদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও উমামা ফাতেমা প্রমুখ।

আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ শত শত মানুষকে হত্যা করেছে। গত ১৫ বছরে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ২০০৮ সালের নিরবাচনেও দলটি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে।’

তিনি আরও বলেন, ‘অধিকতর গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন এবং সবাইকে ধৈর্য ধরতে হবে।’

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আলী রিয়াজ বলেন, ‘শেখ হাসিনার সরকার মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিলো।’

এক ব্যক্তির নিয়মকানুন প্রতিষ্ঠায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন আলী রিয়াজ।

 

 

banner close
banner close