রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

সচিবালয়ে আটক শিক্ষার্থীর মধ্যে ২৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ ১৬:৫৮

শেয়ার

সচিবালয়ে আটক শিক্ষার্থীর মধ্যে ২৬ জন গ্রেফতার
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের আন্দোলন। ফাইল ছবি।

বুধবার রাজধানী ঢাকায় সচিবালয়ে ঢুকে ‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ২৮ জনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়। বাকি ২৬ জনকে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, বিক্ষোভকারী ৫৪ জন শিক্ষার্থীর ম‌ধ্যে ২৮ জনকে মুচ‌লেকার মাধ্যমে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে। বা‌কিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দি‌য়ে গ্রেফতার দেখা‌নো হ‌য়ে‌ছে।

পুলিশের বাধা উপেক্ষা করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছিলো শতাধিক শিক্ষার্থী।

banner close
banner close