রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

প্রধান উপদেষ্টার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ০৮:৫৯

শেয়ার

প্রধান উপদেষ্টার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ছড়ানো ভারতীয় মিডিয়ার গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। তারা এ ব্যাপারে কাউকে গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে অনুরোধ করেছেন।

মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

 

 

 

banner close
banner close