শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

খাগড়াছড়িতে বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে সেনাবাহিনীর অর্থ সহায়তা

প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪ ১৭:০৮

আপডেট: ১৪ অক্টোবর, ২০২৪ ১৭:৩৩

শেয়ার

খাগড়াছড়িতে বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে সেনাবাহিনীর অর্থ সহায়তা
ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ছবি: বাংলা এডিশন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারের পাশে দাড়িঁয়েছে সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল দীঘিনালা সেনা জোন। সোমবার সকাল ১১ টায় দীঘিনালা সেনানিবাসে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক উপস্থিত থেকে অনুদানের এসব অর্থ প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, জোন অ্যাজুটেন্ট ক্যাপ্টেন আবু রায়হান উপস্থিত ছিলেন।

দীঘিনালায় সাম্প্রতিক সময়ে কয়েকবারের বন্যায় ঘরবাড়ি, ফসলি জমি ও ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে ৭৫ টি পরিবারের মধ্যে নগদ ৩ লাখ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়।

banner close
banner close