
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক পক্ষের ডাকা সংবাদ সম্মেলন হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে প্রতিক্ষ।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলে ওই হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম সৌরভ হোসেন বলেন, ‘ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের প্রেরিত শতাধিক লোক হঠাৎ প্রেস ক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়।’
এ সময় তারা কয়েকজনকে আহত করে।
তিনি বলেন, ‘সাইফুল ইসলামের লোকজন সারাদেশে সড়ক পরিবহনে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। তার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়।’
এতি সাইফুল ইসলামের লোকজন ক্ষিপ্ত হয়ে সংবাদ সম্মেলনে হামলা চালিয়েছে বলেও দাবি তার।
আরও পড়ুন: