মঙ্গলবার

১৩ মে, ২০২৫
৩০ বৈশাখ, ১৪৩২
১৫ জিলক্বদ, ১৪৪৬

বরখাস্তের পর ঊর্মিকে আদালতে হাজিরের নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ১৭:০২

আপডেট: ৮ অক্টোবর, ২০২৪ ১৭:০৬

শেয়ার

বরখাস্তের পর ঊর্মিকে আদালতে হাজিরের নির্দেশ
তাপসী তাবাসসুম ঊর্মি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে বিচারক।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত এই নির্দেশ দেন।

এর আগে গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ বাদী হয়ে ঊর্মির বিরুদ্ধে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জানান, শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

banner close
banner close