শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

নজিবুর রহমান ও আমিনুল ৩ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক :

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ ১৭:২০

শেয়ার

নজিবুর রহমান ও আমিনুল ৩ দিনের রিমান্ড
এনবিআরের সাবেক চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব। ছবি: বাংলা এরডিশন

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস আসামিদের রিমান্ডের আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী এ মামলার সঙ্গে আসামিদের সম্পর্ক নেই দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার রাতে গুলশান এলাকা থেকে নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি ২০১৫ সালে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর 

banner close
banner close