রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ ১৭:০৪

শেয়ার

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার
ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন।

শুক্রবার দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন ফরহাদ মজহার।

সিমু জানান, চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। শুক্রবার সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সীমা দাস সিমু আরও জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ফরহাদ মজহারের চিকিৎসা শুরু হয়। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ফরহাদ মজহার।

banner close
banner close