গ্রেফতার ইমতিয়াজ সেলিম। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শুক্রবার ভোরে ভাটারা থানার একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির একটি ইউনিট।
সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
ইমতিয়াজ সেলিমকে শিঘ্রই আদালতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন:








