রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি, হতে পারে আরো দুইদিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ ০৯:৫৯

আপডেট: ৩ অক্টোবর, ২০২৪ ১০:০১

শেয়ার

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি, হতে পারে আরো দুইদিন
ছবিঃফাইল

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বুধবার সন্ধ্যা থেকেই মুষলধারে নেমেছে বৃষ্টি। সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কর্মস্থলগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি।

এদিকে আজ ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

banner close
banner close