মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

১ নভেম্বর থেকে কাঁচাবাজারে নিষিদ্ধ পলিথিন: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৯

শেয়ার

১ নভেম্বর থেকে কাঁচাবাজারে নিষিদ্ধ পলিথিন:  রিজওয়ানা হাসান
সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

আগামী নভেম্বরের ১ তারিখ থেকে পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে জানিয়েছেন পরিবেশ,বন, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার দুপুরে মোহাম্মাদপুর টাউন হল সুপার মার্কেটে পলিথিন ব্যবহার বন্ধ নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলো। পলিথিন বদলে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে।

তিনি বলেন, এগুলো বাজারে পর্যাপ্ত এবং সুলভ মূল্যে কিনতে পারবেন ক্রেতারা। আমরা ভয়, শাস্তি বা অভিযান দিয়ে নয় বরং মানুষকে উদ্বুদ্ধ করে পলিথিনের বিকল্প ব্যবহার বাড়াতে চাই।

তিনি আরও বলেন, পরিবেশ, প্রতিবেশ এবং জীব জগতের জন্য অভিশাপ এই পলিথিন ব্যাবহার বন্ধ করতেই হবে।

তবে ক্রেতা ও বিক্রেতারা বলছেন, কাঁচা মাছ- মাংস বহনের যুৎসই বিকল্প না হলে এ সিদ্ধান্তের সুফল মিলবে।



banner close
banner close