মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩২

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৫

শেয়ার

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

বুকে ব্যথা নিয়ে শনিবার মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার গভীর রাতে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ।

তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

এর আগে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেপ্তার দেখানো হয়। সেসময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন।

কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেসময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। কিন্তু হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করে। কারামুক্ত হবার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়।

এদিকে গত ২ সেপ্টেম্বর নাগরিক ঐক্য কেটলি প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।



banner close
banner close