বৃহস্পতিবার

১৫ জানুয়ারি, ২০২৬ ২ মাঘ, ১৪৩২

ব্রুনাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬ ১৫:৩৪

শেয়ার

ব্রুনাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রুনাইয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ব্রুনাই বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলটি রবিবার বিকেলে ব্রুনাই দারুসসালামের সেংকুরং এলাকায় অনুষ্ঠিত হয়। আছরের নামাজের পর কোরআন খতম অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, তাঁর আত্মার শান্তি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন ব্রুনাই বিএনপির আহ্বায়ক মোঃ শাহজালাল মাসুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরজু হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ব্রুনাই বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সালেহ সাহেব এবং যুগ্ম সদস্য সচিব মোঃ মুশফিকুর রহমান সোহান।

অনুষ্ঠানে বক্তব্যে ব্রুনাই বিএনপির আহ্বায়ক মোঃ শাহজালাল মাসুদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিল।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরজু হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, নেতৃত্ব ও রাজনৈতিক দূরদর্শিতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। বর্তমান সময়ে গণতন্ত্র রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য অপরিহার্য।”

অনুষ্ঠানে আরও ভার্চুয়ালি ও সরাসরি বক্তব্য দেন ব্রুনাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া মাহফিলে দুই শতাধিক বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।



banner close
banner close