শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে শোক বইয়ে কূটনীতিকদের স্বাক্ষর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৮:০৪

শেয়ার

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে শোক বইয়ে কূটনীতিকদের স্বাক্ষর
ছবি: সংগৃহীত

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। বুধবার মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো, ভারতীয় হাইকমিশনার জি বালাসুব্রহ্মণ্যমসহ বিভিন্ন দেশের হাইকমিশনার শোক বইয়ে স্বাক্ষর করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ হাইকমিশনার ড. মুহাম্মদ নাজমুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এক শোকবার্তায় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসাথে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।



banner close
banner close