রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন

আমিরাত প্রতিনিধি

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩৬

শেয়ার

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন
ছবি: বাংলা এডিশন

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন করেছে আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) এ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয় এবং মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ প্রবাসী কর্মীগণ অংশগ্রহণ করেন। বক্তারা প্রবাসীদের নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরে তা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল প্রবাসীদের কল্যাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচির কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি সরকারি ও কনস্যুলার সেবা সহজীকরণে কনস্যুলেট কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদের কল্যাণে কনস্যুলেটের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।



banner close
banner close