গ্রিসে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাসহ ১০ বাংলাদেশিকে সম্মাননা ও সনদ প্রদান করেছে এথেন্সে বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৭ জন প্রবাসী বাংলাদেশি এবং রেমিট্যান্স প্রেরণে সহায়তাকারী তিনটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এবং অতিথি জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের বিচারক ক্যাথরিন কুটসোপুলু।
অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের সচিব (শ্রম) রাবেয়া বেগম।
সম্মাননাপ্রাপ্ত অপর প্রবাসীরা হলেন, সাইদুর রহমান, পারভেজ মিয়া, জামাল হোসেন, আল আমিন, আহসানুল শুভ ও বুলবুল আহমদ। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যশনাল ব্যাংক, ইসলাম মানি ট্রান্সফার ও মায়ামিন মানি ট্রান্সফার এজেন্সি।
এর আগে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাঠানো বাণী পাঠ করা হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেন বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে প্রবাসীরা।
আরও পড়ুন:








