সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

আবুধাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আমিরাত প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৫:৫৪

শেয়ার

আবুধাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ছবি: ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আয়োজিত দোয়া মাহফিল

আবুধাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিববার (১৪ ডিসেম্বর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নেছারুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ গবী হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ মোহাম্মদ সারোয়ার আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল আলম, একই কমিটির সদস্য ও ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা এস এম দিদারুল আলম, উপদেষ্টা মাহবুব আলম, ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুল, দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও আহসান আহমেদ হাসান চৌধুরী। এছাড়া সংগঠনের সহসভাপতি ইসমাইল এবং যুগ্ম সম্পাদক মাসুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহসভাপতি আলহাজ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলম, দিদার, খোরশেদ তালুকদার, আনোয়ার উদ্দিন আনসার, তৌহীদ, রফিক, জহুরুল আলম, আনোয়ার করিম আনসার, হুমায়ুন কবির সুমন, জানে আলম, সেলিম আজাদ মুন্না, মোস্তফা চৌধুরী, সুমনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলমগীর বলেন, ফটিকছড়িকে শিক্ষিত, সমৃদ্ধ ও সন্ত্রাসমুক্ত করতে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে।



banner close
banner close