রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

কুয়েতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটির আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৫

শেয়ার

কুয়েতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটির আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত

কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি। প্রবাসীদের সামাজিক অধিকার, সহায়তা ও ইতিবাচক বৈশ্বিক উপস্থাপনায় নতুন অঙ্গীকার নিয়ে একটি অরাজনৈতিক, সামাজিক ও ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে কুয়েতেও কার্যক্রম চালু করেছে বলে জানান সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান।

তিনি জানান, সংগঠনটি বর্তমানে ৪০টি দেশে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

শুক্রবার জিলিব আল শুয়েখের জমজম রেস্টুরেন্টের হলরুমে নতুন কমিটির পরিচিতি ও কুয়েত প্রবাসী সংবাদকর্মীদের সাথে মত বিনিময় সভায় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কুয়েত কমিটির নেতারা।

তারা জানান, যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়ন করে গত ১৪ নভেম্বর এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স সেন্ট্রালের অনুমোদনে কুয়েতে ৩৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক, মানবিক ও সাংগঠনিক সহায়তা প্রদান, অধিকার রক্ষা, সমস্যা সমাধানে সহযোগিতা এবং জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কুয়েতের মূল লক্ষ্য বলেও জানান তারা।



banner close
banner close