রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

অস্ট্রেলিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:২২

আপডেট: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৪

শেয়ার

অস্ট্রেলিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
ছবি: বাংলা এডিশন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, বাদ মাগরিব ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ফুটস ক্রে পার্ক ক্যাম্পাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলটি আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) জনাব অমি ফেরদৌস, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার আহ্বায়ক জনাব মশিউর রহমান তুহিন এবং বিএনপি অস্ট্রেলিয়ার সদস্য সচিব মোঃ জাহিদুর রহমানের সরাসরি নির্দেশনায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার সদস্য সচিব আব্দুল রব এবং আলমগীর কবির চৌধুরী, ইমরান হোসেন এলান, মামুন হোসেন, মির্জা সাইফুল, হাবিবুর রহমান হাবিব, খাইরুল সাদমান অংকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক জনাব আরিফ খান, সদস্য সচিব জনাব আশিক মালেক বিপুল, যুগ্ম আহ্বায়ক জনাব ওমর শরীফ শিহান, জনাব তেলাল খান এবং দেওয়ান মামুন।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা আজমল খান। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও হায়াত্যু তৈয়বার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।



banner close
banner close