রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

মালদ্বীপে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৫

শেয়ার

মালদ্বীপে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালদ্বীপের রাজধানী মালের তিলাফুশি আইল্যান্ডের একটি হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে এই দোয়া মাহফিলের আয়োজন করেন দ্বীপটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা ফরিদ উদ্দিন। এ সময় মোনাজাতে শরীক হয়ে প্রবাসী বাংলাদেশিরা একযোগে খালেদা জিয়ার আশু নিরাময় ও সুস্থতা চান। দেশ ও গণতন্ত্রের উত্তরণে খালেদা জিয়া যেনো লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দীর্ঘায়ু পান সেই কামনাও করেন তারা।

মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে জাতির খুব প্রয়োজন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশকে সঠিক দিকনির্দেশনা দেবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন, একইসাথে সবার প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করারও আহ্বান জানান তিনি।

মাহফিলে বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র নেতাকর্মীরা ছাড়াও উক্ত আইল্যান্ডে বসবাসরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।



banner close
banner close