বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

আমিরাতের ৫৪তম জাতীয় দিবসের অনুষ্ঠানে গাড়ি জিতলেন বাংলাদেশী কাঠমিস্ত্রী

আমিরাত প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ২২:২৮

শেয়ার

আমিরাতের ৫৪তম জাতীয় দিবসের অনুষ্ঠানে গাড়ি জিতলেন বাংলাদেশী কাঠমিস্ত্রী
ছবি: বাংলা এডিশন

আমিরাতের ৫৪তম জাতীয় দিবস ঈদ আল ইত্তেহাদ উদযাপনে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে নতুন গাড়ি জিতেছেন দুবাই কর্মরত বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ সজল মিন্টু (৩২)। তিনি যশোর জেলার অধিবাসী। ৫ বছর আগে তিনি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আসেন দুবাইতে।

গতকাল (মঙ্গলবার) ২ ডিসেম্বর ২০২৫ আমিরাতের জাতীয় দিবস ঈদ আল ইতিহাদ উপলক্ষে মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (MOHRE)দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের ৩০ টিরও বেশি স্থানে অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় আড়াই লক্ষাধিক শ্রমিক আনন্দ, খেলাধুলা, প্রতিযোগিতা, একটি প্রতিভা প্রদর্শনী, র‍্যাফেল ড্র এবং উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেয়।

এই পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ সজল স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসকে এক সাক্ষাৎকারে বলেন- "সংযুক্ত আরব আমিরাত আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমার চাকরির কারণে, আমি আমার পরিবারের জন্য ভালোভাবে খরচ চালাতে পারি," তিনি বলেন। তিনি আগামী বছরের শুরুতে তার স্ত্রী এবং বাচ্চাদের সাথে দেখা করতে যাবেন, তাদের জন্য "সাধারণ উপহার" এবং কিছু দুবাই চকলেট নিয়ে যাবেন।



banner close
banner close