বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

মালয়েশিয়ার জহুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে হাইকমিশনারের মত বিনিময়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৪:০৭

আপডেট: ১২ নভেম্বর, ২০২৫ ১৪:১১

শেয়ার

মালয়েশিয়ার জহুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে হাইকমিশনারের মত বিনিময়
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী গত শুক্রবার জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় এবং পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রবাসীরা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া, হাইকমিশনের কন্স্যুলার সেবাসহ বিভিন্ন বিষয়ে হাইকমিশনারকে তাদের মূল্যবান মতামত দেন। হাইকমিশনার ধৈর্য সহকারে তাদের বক্তব্য শোনেন এবং তার মতামত দেন।

সভা শেষে হাইকমিশনার প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র তথা স্মার্ট কার্ড বিতরণ করেন। ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলদেশিদের উপস্থিতিতে প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, কাউন্সেলর (কন্স্যুলার) মো. মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।



banner close
banner close