বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় এনসিপির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১০:৫৮

শেয়ার

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় এনসিপির উদ্বেগ
ছবি: সংগৃহীত

সম্প্রতি মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৯০ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ডুবে হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও উদ্বেগ জানি‌য়ে‌ছে।

রবিবার রা‌তে গণমাধ‌্যমে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ উদ্বেগ জানায় এনসিপি।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ সকল অভিবাসীর পরিবারদের প্রতি জাতীয় নাগরিক পার্টি গভীর সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

এনসিপি বিশ্বাস করে, এ ধরনের নৌকাডুবির ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি বহু বছরের পুরনো মানবিক সংকটের বহিঃপ্রকাশ–যা অবৈধ মানবপাচার, দারিদ্র্য, ও রোহিঙ্গা সংকটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এই প্রেক্ষাপটে আমরা সংশ্লিষ্টদের প্রতি নিম্নলিখিত আহ্বান জানাচ্ছি—

ভাসমান ও নিখোঁজ অভিবাসীসহ সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তা প্রদান ও উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করা। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান- মানবপাচার রোধ, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নেয়া।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ দক্ষিণ এশিয়ায় মানবপাচার ও জোরপূর্বক অভিবাসন রোধে একযোগে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। আমরা মনে করি, এই মানবিক সংকটের স্থায়ী সমাধান কেবল আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার সুরক্ষা এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সম্ভব।



banner close
banner close