বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১১:১৬

শেয়ার

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
ছবি: সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম

ওমানে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইলশা সেনায়েত আলী চৌধুরী বাড়ির মো. ছিদ্দিক আহমদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে ওমানের সু-সড়ক এলাকায় পৌঁছালে একটি ওমানি প্রাইভেট কার তাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

নিহতের চাচাতো ভাই আসিফ আকবর মনসুর, যিনি বর্তমানে দেশে ছুটিতে আছেন, তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুলের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় সু হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

আড়াই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন নিয়ে ওমানে যান সাইফুল ইসলাম। সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কাজের সুবিধার্থে তিন মাস আগে নিজের নামে একটি প্রাইভেট কার কিনেছিলেন তিনি। সেই গাড়িটিই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

সাইফুল তিন ভাইবোনের মধ্যে বড় ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।



banner close
banner close