বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ নথিবিহীন আটক ১৮৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১৮:২৬

আপডেট: ৬ নভেম্বর, ২০২৫ ১৮:২৭

শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ নথিবিহীন আটক ১৮৪ জন
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ১৮৪ জনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, আটককৃতদের কাছে অনুমোদিত কোনো নথি ছিল না।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রদেশটির একটি ব্যাটারি কারখানায় অভিযান চালান অভিবাসন বিভাগের কর্মকর্তারা। আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী। কর্মকর্তাদের বরাত দিয়ে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, এসব অভিবাসীরা বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে গেছেন। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছর।

নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান শুরু হয়। যা প্রায় চার ঘণ্টা ধরে চলে। অভিযোগ ছিল, ওই কারখানায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক অনুমতি বা পরিচয়পত্র ছাড়া কাজ করছেন।

কেনিথ তান বলেন, অভিযানের সময় কয়েকজন বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের পেছনে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকানোর চেষ্টা করেন। আটকের পর তাদের লেংগেং অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।



banner close
banner close