সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার আবুধাবির একটি রেস্টুরেন্ট হল রুমে এলডিপি নেতা এস এম ইদ্রিসের সভাপতিত্বে মো. মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মহিউদ্দিন, মো. নাজিম উদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মান্নান, আব্দুল সালাম, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আফসার উদ্দিন, মো. জুনায়েদ সহ আরও অনেকে।
অতিথিরা বলেন, গর্বিত জাতির গর্বিত সন্তান বাংলাদেশের জাতীয় নেতা যিনি সর্বপ্রথম পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহকারী বীর মুক্তিযোদ্ধা এলডিপির পার্টির প্রতিষ্ঠাতা ড. কর্নেল অলি আহমদ।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ। তিনি বলেন, ‘বিএনপি যেখানে ভালো প্রার্থী পাবে সেখানে আমাদের প্রার্থীর দরকার নেই। আমরা যেখানে চেয়েছি ওখানেও আমাদের সব জায়গা দেবে আমরা মনে করি না। বর্তমানে বিএনপির সাথে যারা ঐক্য জোটে আছে ২০১০ সালের আগে থেকেও আমরা একসাথে কাজ করে গিয়েছি। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এলডিপিকে যথাযথ মূল্যায়ন করবেন বলে আশা করি।’
আরও পড়ুন:








