বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদের সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার সাক্ষাতে জুমার খুতবা বাংলায় অনুবাদের প্রস্তাবসহ দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও সম্মতি জানায় দুই দেশ। এমওইউ সম্পাদনের মাধ্যমে দুই দেশের ইসলামিক গবেষক, আলেম ও শিক্ষাবিদদের বিনিময় কার্যক্রম আরও সহজতর হবে বলে আশা প্রকাশ করা হয়।
মালদ্বীপের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলেন, বাংলাদেশ মালদ্বীপের ভ্রাতৃপ্রতিম দেশ ও নির্ভরযোগ্য সহযোগী।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় বার্তা আরও স্পষ্টভাবে বোঝার জন্য জুমার খুতবা বাংলায় অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:








