ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর একের পর এক হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।
স্থানীয় সময় সোমবার বিকেলে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। রোমের ভিয়া তুসকোলানার কনসিলি পার্কে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে অংশ নেন বিক্ষোভে।
বিক্ষোভকারীরা স্লোগান দেন বাংলাদেশিদের ওপর হামলা বন্ধ করতে হবে। নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই। একতার শক্তিতে সন্ত্রাস প্রতিহত করবো।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পিয়াজ্জা সান জুভাননি বস্কোতে গিয়ে শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।
আরও পড়ুন:








