বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

নোয়াখালী বিভাগের দাবিতে দুবাইয়ের বাংলাদেশ মিশনে স্মারকলিপি প্রদান

আমিরাত, প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৭:৫৭

শেয়ার

নোয়াখালী বিভাগের দাবিতে দুবাইয়ের বাংলাদেশ মিশনে স্মারকলিপি প্রদান
ছবি: বাংলা এডিশন

নোয়াখালী বিভাগের দাবিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ স্মারকলিপি প্রদান করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি সংযুক্ত আরব আমিরাতের নতুন আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার দুবাইয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত একটি সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবি জানানো হয়। নতুন কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মাহে আলম, সিনি: যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সুমন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ ফখরুল ইসলাম হিরন, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব প্রকৌশলী এম এ মান্নানসহ ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নোয়াখালী বিভাগের দাবিটি তিনি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে জানান। অনুষ্ঠানে দুবাই মিশনের শ্রম কাউন্সিলর আব্দুস সালামও উপস্থিত ছিলেন।

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে দুবাইয়ে কনসাল জেনারেল এর কাছে স্মারকলিপি প্রদানকালে ধারনকৃত ছবি।



banner close
banner close