পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে জুম্ম সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক ‘সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে ফ্রান্সের প্যারিসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে ফ্রান্সভিত্তিক সংগঠন ‘লা ভো দো জুম্ম’ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রবাসী জুম্ম জনগোষ্ঠীর প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন। বক্তারা সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির গুইমারা ও মহাজনপাড়া এলাকায় সংঘটিত সহিংস ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
সমাবেশ পরিচালনা করেন সন্তোষ বিকাশ চাকমা বাপ্পি ও স্মরণিকা চাকমা।
বক্তব্য দেন রেমি ফ্লেগিয়ের চাকমা, সুনীতি চাকমা, সাইলা প্রু মারমা, রাজু চাকমা, কে চৌধুরী, রিগ্যান দেওয়ান, সিদ্ধান্ত তঞ্চঙ্গ্যা, সমাপ্তি বগ্নি চাকমা, উলাচিং মারমা, মেকসুয়েল চাকমা, অংচিং মারমা ও সুধানা দেওয়ান।
সংগঠনটির পক্ষ থেকে প্রশাসনের ভূমিকার সমালোচনা করে চার দফা দাবি জানানো হয়।
এগুলো হলো- ১. নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান, ২. ধর্ষণ ও হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ৩. ঘটনার ওপর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং ৪. ভবিষ্যতে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
আরও পড়ুন:








