রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

খাগড়াছড়ির ঘটনায় প্যারিসে জুম্মদের প্রতিবাদ সমাবেশ

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ০৮:০৭

শেয়ার

খাগড়াছড়ির ঘটনায় প্যারিসে জুম্মদের প্রতিবাদ সমাবেশ
ফ্রান্সভিত্তিক সংগঠন ‘লা ভো দো জুম্ম’ এ সমাবেশের আয়োজন করে

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে জুম্ম সম্প্রদায়ের ওপর সাম্প্রতিকসহিংসতা মানবাধিকার লঙ্ঘনেরঅভিযোগ তুলে ফ্রান্সের প্যারিসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে ফ্রান্সভিত্তিক সংগঠনলা ভো দো জুম্ম সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রবাসী জুম্ম জনগোষ্ঠীর প্রতিনিধি, মানবাধিকারকর্মী নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন। বক্তারা সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির গুইমারা মহাজনপাড়া এলাকায় সংঘটিত সহিংস ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

সমাবেশ পরিচালনা করেন সন্তোষ বিকাশ চাকমা বাপ্পি স্মরণিকা চাকমা।

বক্তব্য দেন রেমি ফ্লেগিয়ের চাকমা, সুনীতি চাকমা, সাইলা প্রু মারমা, রাজু চাকমা, কে চৌধুরী, রিগ্যান দেওয়ান, সিদ্ধান্ত তঞ্চঙ্গ্যা, সমাপ্তি বগ্নি চাকমা, উলাচিং মারমা, মেকসুয়েল চাকমা, অংচিং মারমা সুধানা দেওয়ান।

সংগঠনটির পক্ষ থেকে প্রশাসনের ভূমিকার সমালোচনা করে চার দফা দাবি জানানো হয়।

এগুলো হলো- . নিহত, আহত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি মানবিক সহায়তা ক্ষতিপূরণ প্রদান, . ধর্ষণ হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, . ঘটনার ওপর নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং . ভবিষ্যতে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।



banner close
banner close