রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

ফ্রান্সে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৩

শেয়ার

ফ্রান্সে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে ধর্মীয় পরিবেশে এক হৃদয়ছোঁয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে আল ইসলাহ ফ্রান্স-এর আয়োজনে সোমবার ওভারভিলা এলাকার একটি সুসজ্জিত হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী মুসলিমদের উপস্থিতিতে এ আয়োজনে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাসুক আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মুহিত। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পরে হামদ-নাত পরিবেশনার মধ্য দিয়ে মাহফিলের সূচনা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) কোনো নতুন ইবাদত নয়, বরং এটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে স্মরণ করে তা অনুসরণ করার মহাসুযোগ। তিনি মুসলিম উম্মাহর ঐক্যের উপর গুরুত্বারোপ করে বলেন, ‘নবীর সুন্নাহ অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ নেই।’

অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত আলেমগণ নবীজীর (সা.) দাওয়াতি জীবন, মানবতার বার্তা ও সমাজ সংস্কারের দৃষ্টান্ত তুলে ধরেন। তারা বলেন, বর্তমান বিশ্বে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিতে হলে নবীর আদর্শকেই অনুসরণ করতে হবে।

বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন নিয়ে এই মাহফিলে অংশগ্রহণ করেন এবং কিরাত, হামদ-নাত ও বয়ান মনোযোগ দিয়ে উপভোগ করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স-এর নেতারা জানান, প্রতিবছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রবাসে ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখতে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন।



banner close
banner close