বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

পর্তুগালে প্রবাসী ভোটাধিকার পরিষদের স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৫

শেয়ার

পর্তুগালে প্রবাসী ভোটাধিকার পরিষদের স্মারকলিপি প্রদান
ছবি: সংগৃহীত

বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে প্রবাসী ভোটাধিকার পরিষদ নয় সেপ্টেম্বর পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন।

স্মারক লিপি প্রদানের নেতৃত্ব দেন পর্তুগাল প্রবাসীসহ সিআরসি আইপিটি’র নেতারা। তারা সম্মিলিতভাবে স্মারক লিপিটি বাংলাদেশের পর্তুগালস্থ রাষ্ট্রদূত ড. এম মাহফুজ উল হকের হাতে তুলে দেন।

নেতারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার সংবিধানসম্মত অধিকার। এই অধিকার কার্যকর হলে প্রবাসীরা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে পারবেন।

রাষ্ট্রদূত ড. এম মাহফুজ উল হক স্মারক লিপি গ্রহণ করে সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান এবং এ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।

প্রবাসী সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।



banner close
banner close